ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

আশুগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন বিষয়ক কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ১০:০৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও টিউবওয়েল টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের।

ঢাকার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন সমাহার এর উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস সভাপতিত্ব করেন। কর্মশালা সঞ্চালনা করেন উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. বায়েজিদ আহম্মেদ।  

কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল রহিম, সমাহারের টিম লিডার আব্দুল মান্নান ও প্রশিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অবহিতকরণ কর্মশালা শেষে টিউবওয়েলের পানির আর্সেনিক পরীক্ষা বিষয়ে টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮ জন নবনিয়োগকৃত টিউবওয়েল টেস্টার অংশগ্রহণ করেন।
কেআই//