ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ১৯ ১৪৩১

বিএসটিআই’র অভিযানে মেসার্স ওয়েল ফুডকে মামলা ও জরিমানা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স ওয়েল ফুড এর ওয়েল ফুড ব্রান্ডের স্পেশাল চানাচুর, সুগার ফি টোস্ট, বাটার টোস্ট, বার্গার বান ও ব্রেড পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও মি বেকার নামক প্রতিষ্ঠানটির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় ধন্যবাদ দেওয়া হয়।

পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিদর্শক মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।

আরকে//