ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এবার হিমেশকে নিয়ে বেফাঁস মন্তব্যে ট্রোলড রানু মণ্ডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

হিমেশ রেশমিয়া ও রানু মণ্ডল

হিমেশ রেশমিয়া ও রানু মণ্ডল

একদা খালি গলাতেই গান করেছিলেন রানু মণ্ডল। অতীন্দ্র রায় নামে এক সমাজসেবী তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। আর এতেই কপাল খোলে রানাঘাটের ৬ নম্বর প্লাটফর্মের ভিক্ষুক রানুর। রেললাইন থেকে সোজা মুম্বাই স্টুডিওতে পাড়ি দিতে হয়েছিল তাঁকে। গলা শুনে ডাক পড়েছিল হিমেশ রেশমিয়ার তরফ থেকেও। 

এসব নিয়ে তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে সেইসময় হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েটে ‘তেরি মেরি কাহানি’ গানটিতে কণ্ঠ মেলান রানু মণ্ডল। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই গানটিও। যে হিমেশ রেশমিয়া তাঁকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন, তাঁর নামেই এবার বেফাঁস মন্তব্য করে বসলেন রানু মণ্ডল। এর আগেও অবশ্য নানা বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছিলেন রানু। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রানুকে প্রশ্ন করা হয়, এখনও হিমেশ রেশমিয়ার সঙ্গে তাঁর কথা হয় কিনা? সঙ্গে সঙ্গে তিনি বলে বসেন, ‘হিমেশ রেশমিয়াকে তো ওই দিন দেখেছিলাম ট্রাকে করে বালি নিয়ে আসতে। ছোট ট্রাক যেগুলোকে বলে টেম্পো’। এরপর রানুকে ফের প্রশ্ন করলে তিনি জানান, হিমেশকে তাঁর জানালার পেছনে বালি ফেলতে দেখেছেন তিনি।

রানুর এই কথা শুনে সোশ্যাল মিডিয়া জুড়ে ওঠে হাসির রোল, ট্রোল এবং মিমের বন্যা। মজাদার মন্তব্যে ছয়লাপ ফেসবুক-টুইটারের কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘আমিতো জানি তুমি কী’। আবার কারও মন্তব্য, ‘নাম যশ খ্যাতির থেকেও ওঁনার দরকার ছিল মানসিক চিকিৎসার’। 

যদিও রানু মণ্ডলকে নিয়ে সরব নেটিজেনদের একাংশ। ওঁনার মতো একজন মানসিক ভারসাম্যহীন নারীকে নিয়ে এহেন কুরুচিকর ট্রোলের বিরুদ্ধে সরব হয়েছেন তারা। তাদের মন্তব্য, ওনার কথাবার্তা শুনে বোঝা যায়, উনি মানসিকভাবে ভারসাম্যহীন। এমন একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে এভাবে বা হাসির পাত্র বানানো কি ঠিক? সূত্র-হিন্দুস্তান টাইমস।

এনএস//