ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

করোনাভাইরাস পরবর্তী শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী ও রবীন্দ্রসংগীত শিল্পী ডেইজি আহমেদ।

রোববার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। এ তথ্য দিয়েছেন তার মেয়ে তাজরিন ফারহানা ঐন্দ্রিলা।

ঐন্দ্রিলা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তা মা ডায়াবেটিসে ভুগছেন। মাস দুয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে উঠার পর আবারও শারীরিক দুর্বলতা অনুভব করেন। তার ফুসফুসে পানি জমেছে, সেই সঙ্গে শ্বাসকষ্ট আছে।

তিনি আরও জানান, এনজিওগ্রাম রিপোর্টে হার্টে কোনো ব্লক ধরা পড়েনি। চিকিৎসকরা বলছেন, পেসমেকার লাগানো দরকার। অস্ত্রোপচারের জন্য তার শারীরিক অবস্থা জানতে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

ঐন্দ্রিলা জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তির পর তার নমুনা পরীক্ষায় রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।

তিনি বলেন, ‘আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আব্বুকে হারানোর পর আম্মুই আমার পৃথিবী।’

উল্লেখ্য, ডেইজি আহমেদ প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।
এসএ/