ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

আম্পায়ার নাদির শাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদির শাহর বড় ভাই জাহাঙ্গীর শাহ গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুমার পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

মাঝে বেশ কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারীরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

মাসখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাদির শাহর কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছিল। যা ক্রিকেট অনুরাগী মহলে বেশ নাড়া দেয়। জীর্ণ-শীর্ণ শরীর, হাত ও পা শুকিয়ে গেছে, যা চোখ ভিজিয়ে দেওয়ার মতো ছিল।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি, ধরা পড়ে ক্যানসার।

উল্লেখ্য, ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয়।

নাদির শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এমএম/ এসএ/