ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

রাজবাড়ীতে ৩ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার উপরে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৬:২২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

গত চারদিন ধরে পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে পদ্মার ৩টি পয়েন্টে এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চারদিনে ৬৪ সে.মি পানি কমেছে পদ্মায়।

তবে প্লাবিত এলাকার মানুষদের দুর্ভোগ কমছে না কিছুতেই। বাড়ি-ঘর এখনও পানিতে ডুবে আছে। প্লাবিত হয়ে আছে ফসলী জমিগুলো। এতে নানা ধরনের ফসল নষ্ট হয়েছে। খাদ্য সংকটে পরেছে প্লাবিত এলাকার মানুষেরা।

পানি কমতে থাকলেও রাজবাড়ীর পদ্মা নদীর ৩টি পয়েন্টে পদ্মার পানি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এখনও। গত ২৪ ঘন্টায় পদ্মায় আরও ১৩ সে.মি পানি কমেছে। এতে শুক্রবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদ সিমার ১৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
কেআই//