স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে মালেকা বেগম (৫০) নামে চিকিৎসাধীন এক রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টয়লেটের জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে আলমডাঙ্গা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত মালেকা বেগম উপজেলার হারদী কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাদী মো. জিয়াউদ্দিন জানান, গত ৮ সেপ্টেম্বর মালেকা বেগম পেটে ব্যাথার অসুখ নিয়ে ভর্তি হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টয়লেটে ঢুকে জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেচিয়ে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের আবেদন ও পুলিশ সুপারের অনুমোদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এএইচ/