বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সাবেক ক্রিকেটার নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
মোটরসাইকেলে ধাক্কার দিয়ে ট্রাকটি রাস্তার খাদে পড়ে উল্টে যায়। ছবি: একুশে টেলিভিশন
সড়ক দুর্ঘটনায় বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেজোয়ানুল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার পরে ট্রাকটি রাস্তার খাদে পড়ে উল্টে যায়।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের কুলিয়া দাইড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পরে চালক ও হেলপার তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহত রেজোয়ানুল ইসলাম রিদু বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে অত্যন্ত বিনয়ী ও প্রতিভাবান ক্রিকেটার ছিলেন।
বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন রিদু। খেলা থেকে অবসর নেওয়ার পরে বাগেরহাট শহরের দশানী সার্কিট হাউস মোড়ে মুদি ব্যবসা করতেন তিনি।
সেই দোকানের মালামাল ক্রয় করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান।
এএইচ/