জেল থেকে পালানো আরও দুই ফিলিস্তিনি আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ইসরাইলের উত্তরাঞ্চলের কঠোর নিরাপত্তা সম্পন্ন কারাগার থেকে চলতি সপ্তাহে পালানো ছয় ফিলিস্তিনির মধ্যে আরও দুজনকে আটক করা হয়েছে। ইসরাইলি পুলিশ এ খবর জানিয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ট্রাক পার্কিং লট থেকে তাদের আটক করা হয়।
এর আগে ট্রাক পার্কিং লটে লুকিয়ে থাকা আরও দুই বন্দীকে আটক করা হয়েছিল। এ নিয়ে ছয়জনের মধ্যে চার জনকে আটক করা হলো।
গত সোমবার সিনেমা স্টাইলে ৬ ফিলিস্তিনি কারাকক্ষের মেঝেতে করা গর্ত দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ইসরাইল কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়।
এই ৬ জনের কেউ কেউ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত, কেউ আবার ইসরাইলে প্রাণঘাতী হামলা চালানো বা পরিকল্পনার সন্দেহভাজন ছিল। পলাতক বাকি ২ ফিলিস্তিনিকে ধরতে অভিযান এখনও চলছে।
এএইচ/