ইরাকে বিমানবন্দরে ড্রোন হামলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০১:০২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার
শনিবার ইরাকের উত্তরাঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান সমর্থিত বাহিনীকেই দায়ী করেছে ওয়াশিংটন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় পর পর মোট ছয়টি বিস্ফোরণের শব্দ পান তারা। সেইসাথে সাইরেনের শব্দও পাওয়া যায়।
ইরাকের এরবিল বিমানবন্দরটি মার্কিন বাহিনীর জঙ্গিবিরোধী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং এর পাশেই অবস্থিত মার্কিন দূতাবাস। বিমানবন্দরে অবস্থানরত জঙ্গিবিরোধী দলের পরিচালক আহমেদ হোচিয় জানান, গেলো এক বছরে এরবিল বিমানবন্দরটি হামলার শিকার হয়েছে কয়েকবার।
আর কুর্দি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, এক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চলছে এবং প্রতিটি হামলাস্থলের আশেপাশে রয়েছে মার্কিন সেনার অবস্থান। এজন্য এসব হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরান–সমর্থিত বাহিনীকে দায়ী করেছে ওয়াশিংটন।
কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের আন্তর্জাতিক গণমাধ্যম যোগাযোগ প্রধান লক গাফুরি এক টুইট বার্তায় বলেন, শনিবারের এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরের কোনও ক্ষতিও হয়নি। কুর্দি নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত করছে বলেও জানান তিনি।
গাফুরি বলেন, ড্রোনটি বিস্ফোরক ডিভাইস বহন করছিলো এবং বিমানবন্দরের টার্মিনাল এবং আশেপাশের জনবসতি থেকে দূরে বিস্ফোরিত হয়েছে। সূত্র: আল জাজিরা
এসবি/এনএস//