ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

নারীর পেটের ভেতরে মিলল ২২৫০ পিস ইয়াবা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

যশোরে এক নারী মাদক ব্যবসায়ীর পেটের ভেতর থেকে দুই হাজার ২৫০ পিস ও টলি ব্যাগ থেকে ৩ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতের নাম মলহা বানু (৩৮)। 

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে যশোরের র‌্যাব-৬, এর সদস্যরা জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করলেও মঙ্গলবার দুপুরে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানান র‌্যাব।

আটক মলহা বানু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে ও নূর মোহাম্মদের স্ত্রী।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই নারী সোমবার বিকালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঝিকরগাছার বেনেয়ালি এলাকায় অবস্থান করছে। র‌্যাব-৬ এর স্কোয়াড কমান্ডার, লে. এম সারোয়ার হুসাইন (এক্স) এর নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার টলি ব্যাগে বিশেষভাবে লুকানো ৩ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এসময় ওই নারীকে জিজ্ঞাসা করলে তিনি তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর ওই নারীকে ডাক্তারের সহায়তায় পেটের ভিতর থেকে দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
কেআই//