ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছেন বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

দীর্ঘ ১৮ মাস পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন। তবে বন্ধ রয়েছে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এদিন আইন বিভাগ, মার্কেটিং বিভাগ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাসের আয়োজন করে।

জানা যায়, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত চিকিৎসার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে আইন বিভাগ, মার্কেটিং বিভাগ ও বিজিই বিভাগে পরীক্ষামূলকভাবে সশরীরে ক্লাস নেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের ফুল, কলম, চকলেট দিয়ে স্বাগত জানান বিভাগের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার বলেন, ‘দুটি বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা সশরীরে নেওয়া শুরু হয়েছে। অন্যান্য বিভাগগুলো সশরীরে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ কার্যক্রম সফলভাবে চললে ভবিষ্যতে অন্যান্য শিক্ষাবর্ষের ক্লাস-পরীক্ষা সশরীরে নেওয়া যাবে।’

হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বলেন, এখনও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বরের পরে এ বিষয়ে জানা যেতে পারে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে বশেমুরবিপ্রবির সকল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।

এএইচ/