আঙিনায় গাজার চাষ, বাড়ির মালিক আটক
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৩:৪০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
দিনাজপুরের হিলিতে বাড়ির আঙিনায় গাজার চাষ করার দায়ে মীর শহীদ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময়ে ২০ কেজি ওজনের ৮টি গাজার গাছ জব্দ করা হয়েছে। যার মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় হিলির চকচকা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে ওই এলাকার মৃত মফছের মণ্ডলের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, বাড়ির আঙিনায় গাজার চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় হিলির চকচকা গ্রামে মীর শহীদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির আঙিনা থেকে রোপণকৃত অবস্থায় ৮টি গাজার গাছ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মীর শহীদকে আটক করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকৃত ৮টি গাজার গাছের ওজন ২০ কেজি যার মূল্য ২ লাখ টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এএইচ/