কচুবুনিয়ার খাল থেকে জেলের লাশ উদ্ধার
মোংলা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
মোংলার নিখিল শিউলি (৬০) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন কচুবুনিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করে মোংলা থানা পুলিশ। নিহত নিখিল শিউলি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর এলাকার বাসিন্দা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, জেলে নিখিল শিউলি বেশ কিছুদিন আগে পাশ পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনে প্রবেশ করে। এদিন বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কচুবুনিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার জামার পকেট থেকে সুন্দরবনে প্রবেশের পাশপারমিট পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি স্টোকে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর পাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা
হয়েছে।
আরকে//