ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সাবেক এমপি অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। 

মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ নজরুল ইসলাম ১৯৪৩ সালে ভোলার লালমোহান উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। 

১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি মারা যান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার জ্যেষ্ঠপুত্র।

এ উপলক্ষে পরিবার, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, চরফ্যাসন সরকারি কলেজ, চরফ্যাসন প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। তার মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জিয়ারত, শোকর‌্যালি, আলোচনা সভা, সরকারি কলেজ মসজিদে কোরআনখানি, দোয়া ও কাঙালিভোজ। এ ছাড়া অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন স্মরণসভা করবে এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেবে।
এসএ/