ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার
অবশেষে মুক্তি পাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এটি।
এরআগে গত দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পাওয়ার কথা ছিল। করোনার কারণে তা পিছিয়ে যায়।
সিনেমার নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘করোনার কারণে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি ঠিক সময়ে মুক্তি দিতে পারিনি। এবার দর্শকের অপেক্ষার অবসান হতে চলছে। করোনার প্রাদুর্ভাব যদি না বাড়ে তাহলে আসছে ৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। আশা করছি ভালো গল্পের একটি সিনেমা দেখতে পাবেন দর্শক।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার মাধ্যমে দেশে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাক্সিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিসই বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই ঘোষণার মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। আশা করছি, সবাই আমাদের পাশেই থাকবেন। করোনার বড় ধাক্কা সামলে আবারও আমরা ফিরে যাবো সিনেমার সেই সুদিনে।’
সিনেমার প্রথম কিস্তি মুক্তির পর খানিক বিরতি দিয়ে আবার আসবে ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব। সেটিও মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন- আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান প্রমুখ।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
এসএ/