লাউয়াছড়ায় গাড়ি চাপায় প্রাণ গেল বন্য শুকরের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
মৌলভীবাজারের লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাড়ির চাপায় মারা গেছে একটি বন্য শুকর। রোববার ভোরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের লাউয়াছড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।
তিনি জানান, ভোরের দিকে লাউয়াছড়ার বন প্রহরী আলী হায়দার রাস্তার পাশে প্রাণীটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা প্রাণীটির মরদেহ উদ্বার করে বন অফিসে নিয়ে আসেন।
তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার গাড়ি লাউয়াছড়ার ভিতর দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে চলাচল করে। বন বিভাগের নির্দেশনা রয়েছে বনের ভিতর দিয়ে যাওয়ার সময় যানবাহনের স্প্রিট কম করার জন্য। মাইক ও হর্ণ না বাজানোর জন্য। কিন্তু কেউ সেটা মানছেন না। যে কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, সরীসৃপসহ বিভিন্ন বন্যপ্রাণী যানবাহনের চাপায় মারা যাচ্ছে।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাবের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, গাড়ী চাপায় মারা যাওয়া বন্য শুকরের মরদেহটি বিকেলে লাউয়াছড়া বনেই মাটি চাপা দেওয়া হয়েছে।
কেআই//