ডেঙ্গু আক্রান্ত আরও ২৪১ রোগী হাসপাতালে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ২৪১ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন।
আজ ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৫৩৫ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ টি হাসপাতালে নয়শ’ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে বর্তমানে ২০৭ জন রোগী ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃতের সংখ্যা ৫৯ জন।
আরকে//