ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নওগাঁয় ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার

নওগাঁয় সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার নওগাঁ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) মিলনায়তনে প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 

প্রশিক্ষণের প্রথম দিন প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক পারভীন এস রাব্বী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন মো. আব্দুল কাইউম।

এতে জেলার বিভিন্নি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। 

এছাড়া বুনিয়াদি প্রশিক্ষণ শেষে ও আগামী ২২ সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপি অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হবে। সমাপনী অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত থাকবেন পিআইবি'র মহা-পরিচালক জাফর ওয়াজেদ।
কেআই//