ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০২:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

কক্সবাজার টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে হাতির মৃতদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। 

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ের খাদের পানিতে ভাসতে দেখা যায় মৃত হাতিটি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর হাতির মৃতদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।

বন-বিভাগ ও ইআরটিকে খবর দেয়া হয়েছে তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এএইচ/