ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুর ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে। সে গোড়পাড়া কলোনীপাড়া গ্রামের ময়ূর ইসলামের ছেলে।

জানা যায়, রোববার রাতে গোড়পাড়া বাজারে মফিজুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (গার্মেন্টস দোকান) বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ডায়মন্ড মোড়ল বলেন, নিহত মফিজুর ইসলাম সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি সততার সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন। রাতে দোকানের বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। 

এ ঘটনায় বাজারে শোকের ছায়া নেমে এসেছে। 

এএইচ/