ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৪  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি ৪ নাগরিককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল সাড়ে ৯টায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলো, হিলির রায়ভাগ গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৭), সাতকুড়ি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ফারুক আলী (৩০), মুহাড়াপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে খোকন মিয়া (৩৮), নওগার ধামইরহাট থানার আমারপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোতালেব হোসেন (২৫)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে ওই চার ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পুর্বক হাকিমপুর থানায় সোপর্দ করেন। প্রক্রিয়া শেষে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরন করা হবে বলে জানান তিনি।
কেআই//