গ্রানাডার বিপক্ষে বার্সেলোনার হোঁচট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
তুলনামূলক দুর্বল দল গ্রানাডার বিপক্ষে সহজ জয় পাবে কাতালান ক্লাবটি, এমনটাই ছিলো অনুমেয়। উল্টো দুই মিনিটের মধ্যেই গোল হজম করে বার্সেলোনা। বাকি সময়ে অনেক চেষ্টা করেও প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারছিল না দলটি। তবে ম্যাচের শেষ মুহূর্তে রোনাল্ড আরাউহোর গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোম্যানের শিষ্যরা।
সোমবার রাতে ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার মাঠে নেমে ম্যাচের ২ মিনিটের সময় গোল পায় গ্রানাডার। আর এই গোল ম্যাচের ৯০ মিনিটে শোধ করে কাতালানরা।
গত এপ্রিলে এই মাঠে ২-১ গোলে জিতেছিলে গ্রানাডা। এবারও তেমন কিছুর আশা দেখছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য ছিলো বার্সেলোনারই। ম্যাচের ৭৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল বার্সেলোনা। গোলের জন্য ১৭ বার চেষ্টা করে ৬টি শট লক্ষ্যেও রাখে তারা। আর গ্রানাডার পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ২ মিনিটেই ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেয় গ্রানাডা। তাদের নেয়া কর্নার কিক ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি বার্সার রক্ষণ। পরে বাঁ দিক থেকে সতীর্থের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে সহজেই দলকে এগিয়ে দেন ডমিঙ্গোজ দুয়ার্তে।
পুরো প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ৮৯ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে টেবিলের ১৭ নম্বর দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল হজম করে বসে তারা। তরুণ গাভির ক্রসে লাফিয়ে ওঠা হেডে ম্যাচে সমতা ফেরান উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। তাতে নিশ্চিত হয় বার্সেলোনার ১টি পয়েন্ট।
এ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে রয়েছে গ্রানাডা।
যদিও ম্যাচটিতে চোটের কারণে মাঠের বাইরে ছিল বার্সেলোনার একগাদা খেলোয়াড়। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলে হারা একাদশে পাঁচটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ কোম্যান।
এএইচ/