ড্রোনে করে বন্দুক নেয়া হয়েছে কারাগারে!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার | আপডেট: ১২:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ইটালির সাপ্পি কারাগারে সম্প্রতি এক কারাবন্দীর এলোপাতাড়ি গুলি ছোড়ার এঘটনায় ব্যবহৃত বন্দুকটি ড্রোনে করে কারাগারে নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সাপ্পি কারাগার ইউনিয়নের প্রধান ডোনাটো কেপেস জানান, রোববার গোসলের সময় সেল থেকে বের করা হয়েছিল ২৮ বছর বয়সী এক কারাবন্দীকে। এসময় হঠাৎই কারারক্ষীর দিকে বন্দুক তাক করে সে।
এসময় কারাগারের অন্য সেল গুলোর চাবি না পেয়ে তর্কাতর্কির এপর্যায়ে গুলিও করে সেই বন্দী। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
হামলাকারী ওই কারাবন্দীর মাফিয়ার সাথে সংযোগ আছে বলে জানিয়েছেন ডোনাটো কেপেস।
তিনি বলেন, ঘটনার সাথে সাথে একটি অবৈধ মুঠোফোনও বের করে একজন আইনজীবিকে ফোনও দেয় ওই কারাবন্দী। তবে পরে ওই আইনজীবীর পরামর্শেই বন্দুক এবং ফোন কারা কর্তৃপক্ষকে জমা দেন।
এ ঘটনায় নড়েচড়ে বসেছে কারা কর্তৃপক্ষ। এর জন্য কারাগারের দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করা হয়েছে।
সূত্র : দ্যা গার্ডিয়ান
এসবি/ এসএ/