অভিষেকেই কোচকে মুগ্ধ করলেন বেকহ্যাম পুত্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৯:০৪ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
পুত্র রোমিও’র সঙ্গে ডেভিড বেকহ্যাম
ইন্টার মিয়ামির কোচ ফিল নেভিলের বিশ্বাস পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার মত দক্ষতা ডেভিড বেকহ্যামের পুত্র রোমিও বেকহ্যামের মধ্যে রয়েছে। ফ্লোরিডায় অভিষেক ম্যাচ খেলেছেন রোমিও।
ইন্টার মিয়ামির সহযোগী দল ফোর্ট লডারডেল এফসির হয়ে গত রোববার প্রথম পেশাদার ফুটবলে অংশ নিয়েছেন তিনি। দক্ষিণ জর্জিয়া টর্মেন্টা এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ৭৯ মিনিট খেলেছেন ১৯ বছর বয়সি রোমিও।
এ সময় মাত্র ১৯ বার বল স্পর্শ করতে সক্ষম হয়েছেন রোমিও। তাতেই মুগ্ধ ইন্টার মিয়ামির কোচ নেভিল।
সোমবার তিনি বলেন, ‘আমার মতে সে সত্যি ভাল করেছে। পরিকল্পনা অনুযায়ী ৪৫ মিনিট তাকে খেলানোর কথা ছিল। কিন্তু খেলার প্রতি তার মনোযোগ দেখে তাকে প্রায় ৮০ মিনিট পর্যন্ত খেলিয়েছি। অনেক প্রত্যাশার চাপ সে নিজের কাঁধে তুলে নিয়েছে।’
এএইচ/