ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ঝিনাইদহে শিশুরোগ বৃদ্ধি, হিমশিম খাচ্ছে হাসপাতাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০১:৩২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ঝিনাইদহে বেড়েছে শিশুদের নিউমোনিয়া, জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। প্রতিদিন সদর হাসপাতাল গড়ে ৩০ থেকে ৩৫ জন শিশু ভর্তি হচ্ছে। হাসপাতালে শয্যা আর জনবল সংকটে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতালের ভর্তি হওয়া শিশুদের মধ্যে নিউমোনিয়া ও জ্বর আক্রান্তের সংখ্যাই বেশি। বর্তমানে হাসপাতালের ৮ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে ১১৪ শিশু। বাড়তি এই রোগীর সেবা দিচ্ছেন মাত্র ১ জন নার্স। আর চিকিৎসকও আছেন মাত্র ১ জন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: আনোয়ারুল ইসলাম বলেন,  ঋতু পরিবর্তনের কারণেই এ সমস্যা হচ্ছে। শিশুদের যেন অতিরিক্ত গরম আর ঠান্ডা না লাগে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তার।

এদিকে চিকিৎসক ও লোকবল সংকটের কথা স্বীকার করে সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: মো: আলাউদ্দিন বলেন, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে।

দেখুন ভিডিও :

এমএম/ এসএ/