ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

পরিবেশ রক্ষায় মানবজাতিকে পুনর্জন্ম নিতে হবে : জনসন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানবজাতিকে নতুন করে জন্ম নিতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে জলবায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

জনসন বলেন, ‘আমরা এখনও শিশুসুলভ আচরণের মধ্যেই আছি। আমরা ভাবছি যে মানবজাতিকে ভালো রাখাই পৃথিবীর একমাত্র কাজ, আর এজন্য আমাদের পক্ষ থেকে করণীয় কিছু নেই।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভাবছি, পৃথিবী অপরিস্কার করাই আমাদের কাজ আর তা পরিস্কার করা শুধু প্রকৃতির কাজ; বিষয়টা মোটেও এমন নয়।

‘এভাবে চলতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি মৃত্যুর কথা, ধ্বংসের কথা।’

এসময় কোভিড-১৯ অতিমারীকেও জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, পরিবেশ বিজ্ঞানীদের দেয়া সতর্কতাগুলো গুরুত্বের সাথে না নিলে এমন বিপর্যয় আসতেই থাকবে। 

বৈশ্বিক তাপমাত্রা কমানোর উদ্যোগ নিতে এরইমধ্যে অনেক দেরি হয়ে গেছে। 

এজন্য এই সম্মেলনে অংশ নিয়ে দ্রুত বিশ্ব নেতাদের কাছে প্রয়োজনীয় প্রতিশ্রুতি চেয়েছেন বরিস জনসন। 
সূত্র : সিএনএন 
এসবি/এসএ/