ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
কেটি জেন মার্টিন
উঠে গেল ক্রিকেটের জনপ্রিয় শব্দ ব্যাটসম্যান। এখন থেকে ক্রিকেটে আর ব্যবহৃত হবে না শব্দটি। ব্যাটসম্যানদের ডাকা হবে ব্যাটার বলে। ছেলে ও মেয়ে উভয়ের ক্রিকেটে ব্যবহৃত হবে শব্দটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এমসিসির এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট থেকে উঠে গেল ব্যাটসম্যান শব্দটি। এখন থেকে তাদের ডাকা হবে ব্যাটার বলেই।
মূলত লিঙ্গ বৈষম্য দূর করতেই ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় ব্যাটসম্যান শব্দ থেকে ‘ম্যান’-এর পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ কিছু ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তা পূরণ হলো।
অবশ্য এমসিসি বলছে, ‘ফিল্ডার’ বা ‘বোলার’ শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ব্যাটার’ শব্দটিই বেছে নেয়া হয়েছে।
ইতোমধ্যেই তাদের অনলাইন সংস্করণে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার শব্দের ব্যবহার এনেছে এমসিসি। ধীরে ধীরে প্রিন্ট সংস্করণেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।
সেখানে আরও বলে হয়, “ক্রিকেটের আইনে ‘বোলার’ ও ‘ফিল্ডার’ শব্দের সঙ্গে ‘ব্যাটার’ ব্যবহার করাটা একটা স্বাভাবিক উন্নতির ফল। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।”
এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটে ছেলেদের মতো ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটের এই আইনপ্রণেতা সংস্থাটি।
এনএস//