ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দুই দিনে ভারতে গেলো ২৮৭ টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চার হাজার ৬শ’ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সে লক্ষে বেনাপোল বন্দর দিয়ে গেল দুই দিনে ২ লাখ ৮৭ হাজার ৮৪০ কেজি ইলিশ ভারতে পৌঁছেছে। 

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই লাখ ৯ হাজার কেজি ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের গেটপাশ হয়। এর আগে বুধবার একইভাবে গেটপাশ হয় ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হত।

তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় এরপর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ ছিল রপ্তানি।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।
এসবি/