ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫,   পৌষ ২২ ১৪৩১

শর্ত পূরণ হলে কোরিয়া দ্বন্দ্ব অবসানে আগ্রহী কিম ইয়ো জং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৩:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

দক্ষিণের প্রস্তাবে সাড়া দিয়ে, কোরিয়া যুদ্ধ শেষ করতে প্রস্তুত উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। 

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে মিস কিম বলেন, দক্ষিণ কোরিয়া যদি অসহিষ্ণু মনোভাব বন্ধ করে তবেই তাদের সঙ্গে আলোচনা শুরু করতে ইচ্ছুক উত্তর কোরিয়া। 

১৯৫৩ সালে চুক্তি নয়, বরং একটি যুদ্ধ অবসানের ঘোষণা দিয়ে আলাদা হয়েছিল দুই কোরিয়া। তবে তারপরেও প্রযুক্তিগতভাবে যুদ্ধ চালিয়ে গেছে তারা। 

এই সপ্তাহে চলমান দ্বন্দ্ব অবসানে, দুই কোরিয়া এবং তাদের মিত্রদের আহ্বান জানায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন। 

বিষয়টিকে প্রথমে উড়িয়ে দেন উত্তর কোরিয়ার এক শীর্ষ মন্ত্রী। তবে পরে একে প্রশংসনীয় বলে জানিয়েছেন কিম জং উনের বোন মিস কিম। 

মিস কিম বলেন, এই প্রস্তাবে সাড়া দেবে উত্তর কোরিয়া। তবে এজন্য দ্বিমুখী মনোভাব, অযৌক্তিক কুসংস্কার এবং প্রতিকূল আচরণ বন্ধ করতে হবে দক্ষিণকে। 
সূত্র : বিবিসি/ 
এসবি/ এসএ/