ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শনিবার থেকে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারীতে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী ২০২১। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এতে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় দূতাবাস ঢাকার রাষ্ট্রদূত শ্রী বিক্রম দোরাইস্বামী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

পক্ষকালব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এনএস//