প্রেমের টানে ভারতে যাবার মুহূর্তে তরুণীকে উদ্ধার
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ভারতীয় তরুণের সাথে প্রেমের সূত্র ধরে সে দেশে পাড়ি জমানোর উদ্দেশ্যে বাগেরহাট থেকে দিনাজপুরের হিলি সীমান্তে আসে ১৮ বছরের এক তরুণী। পরে ওই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে হিলির একটি আবাসিক হোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। সে বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা।
ইতোমধ্যেই ওই তরুণীর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা হিলির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তারা এলেই তরুণীকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, বাগেরহাটের রামপাল এলাকার এক তরুণীর সঙ্গে ভারতের মালদহ এলাকার কিরণ নামের এক ছেলের সাথে ইন্টারনেটের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে শুক্রবার রাতে হিলিতে আসে।
পরে স্থানীয় একটি আবাসিক হোটেলে সে রাত্রিযাপনের জন্য উঠে। তার চিন্তা ছিল এই পথ দিয়েই সে ভারতের ওই ছেলের কাছে চলে যাবে। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে তাকে ওই হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এএইচ/