ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এখনই তালেবানকে স্বীকৃতি নয়: রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সের্গেই লেভরভ

সের্গেই লেভরভ

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে রাশিয়ার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। জাতিসংঘ অধিবেশন চলার মধ্যেই শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি বর্তমানে বিবেচনায় নেই রুশ সরকারের।”

আফগানিস্তানে সরকার গঠনের পর থেকেই বহির্বিশ্বের স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে তালেবানরা। এজন্য চলমান জাতিসংঘের ৭৬তম অধিবেশনে কথা বলার সুযোগ চেয়ে মহাসচিবের কাছে চিঠিও দিয়েছিল তালেবান সরকার।

তবে চিঠির মূল উদ্দ্যেশ ছিল জাতিসংঘে যোগ দেওয়া ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়। তালেবান নেতৃত্ব চাইছিল জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চ থেকে স্বীকৃতি।

জাতিসংঘকে দেয়া ওই চিঠিতে তালেবান ক্ষমতাচ্যুত সরকার নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে সরিয়ে তার জায়গায় সুহাইল শাহিনকে মনোনয়ন দেয়ার কথাও জানায় তালেবান। সুহাইল শাহিন তালেবানের অন্যতম মুখপাত্র। 

আরএমএ/এনএস//