ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

কুড়িগ্রামে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠান শুরু করেছে জেলা তথ্য অফিস। 

গতকাল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ ও নানা বীরত্বগাথা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল প্রামাণিক। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. আবেদ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, লেখক ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, শিক্ষক শফিকুল ইসলাম শফি। 

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন। জেলা তথ্য অফিস সুত্রে জানা গেছে, পযার্য়ক্রমে জেলার ৫টি কলেজ ও ৫টি মাদ্রাসায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি হবে।
কেআই//