যুবক নিখোঁজ, সন্ধান চান বাবা
গাজীপুরের প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
গাজীপুরের কাশিমপুর এলাকায় এসএস ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানে প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করতেন আসাদুজ্জামান ইমরান। এই যুবক ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ইমরানের বাবা সেলিম হুসাইন জানান, আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও আমার ছেলেকে পাচ্ছি না।
তিনি বলেন, তার (ইমরান) স্ত্রী দিশেহারা, তাদের ১০ মাসের একটি সন্তান রয়েছে। কাশিমপুর থানায় জিডি করা হয়েছে। আমি যেকোনো মূল্যে আমার সন্তানকে ফিরে পেতে চাই। এ বিষয়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানান নিখোঁজের বাবা।
বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামের সেলিম হোসাইন মোল্লার ছেলে আসাদুজ্জামান ইমরান। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৃধাপাড়া নাছির উদ্দীনের বাসায় স্বপরিবারে ভাড়া থাকতেন। কাজ করতেন কাশিমপুর এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এসএস ফ্যাশনে।
প্রতিদিনের মতো গেল ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় বাসা হতে অফিসের উদ্দেশ্য বের হয়ে আর ফিরে আসেনি ইমরান।
এএইচ/