ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মঈন আলীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার | আপডেট: ০৮:০৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। 

তাঁর টেষ্ট জীবনের শেষ সময়, টেষ্ট সর্ম্পকে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট আশ্চর্যজনক, যখন আপনি ভালো দিন কাটান তখন এটি অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে ভাল, এটি আরও বেশি ফলপ্রসূ এবং আপনি মনে করেন যে আপনি সত্যিই এটি উপভোগ করেছেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই টেস্ট ক্রিকেটের মর্যাদার লড়াই অ্যাশেজ অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ডে। আর অ্যাশেজ স্কোয়াডে নামও রয়েছে আছে মঈনের আলীর। ঠীক এমন সময় অবসরের ঘোষণা এলো মঈনের কাছ থেকে।যা ইংল্যান্ড দলকে বড় দিবে বলে অনুমান করা যায়।

অবসরের ঘোষণা সময় তিনি বলেন, ‘আমি শুধু ছেলেদের সাথে হাঁটতে মিস করবো। আগামীতে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে স্নায়ু চাপ অনুভূত হতে পারে। কিন্তু আমি বিশ্বাষি বোলিং দৃষ্টিকোণ থেকেও, আমার সেরা বল দিয়ে আমি যে কাউকে আউট করতে পারব।’
আরএমএ/