ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই বাই-সাইকেল বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী নাজিমুল হক। অনুষ্ঠানে ৩৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়।
কেআই//