বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে দোহারে প্রতিবাদ সভা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার
দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রকে মিথ্যা অভিযোগে আটকের প্রতিবাদে ঢাকার দোহারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার প্রাণকেন্দ্র লটাখোলা নতুন বাজার সড়কে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গৌর চন্দ্র পাল, দিলীপ কুমার শীল, বিজয় সরকার, গৌর হালদার, সাধারণ সম্পাদক রিপন রাজবংশী ও সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ঘোষসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বিনষ্টে তৎপর থাকা কুচক্রী মহলকে সনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের সব ধরনের সহযোগিতা কামনা করেন।
কেআই//