ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। দিবসটির স্লোগান ঠিক করা হয়েছে- ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’।

তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০২ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ইউনেস্কো এবং ২০১৯ সালে জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক সর্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলাদেশেও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। 

তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভাগ, জেলা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারগুলোকে যুক্ত করে উপজেলা পর্যায়ে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এসএ/