নোবিপ্রবিতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণাটির উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য ড. মো. দিদারুল আলম।
প্রধান অতিধির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য ড.দিদারুল আলম বিশ্ববিদ্যালয়ের সকলকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ অধ্যায়ন এবং গবেষণার দিকে মনোনিবেশ হওয়ার আহবান জানান ।
উদ্বোধনকালে এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড.আব্দুল্লাহ বাকি,কোষাধ্যক্ষ ড.মোহাম্মদ ফারুক উদ্দিন,রেজিস্ট্রার ড.মো.আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো.মাজনুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ,বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,হলের প্রভোস্টবৃন্দ,বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ইন্সটিটিউটসমুহের পরিচালকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা বঙ্গবন্ধু কর্ণারের বিভিন্ন চিত্র ও বই পরিদর্শন করেন।
কেআই//