ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিহত ৩, নিখোঁজ ২০ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে দশরশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়াম আলী(৮) এবং মৃত অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ও স্থানীয়রা জানান, বিকেল তিনটার দিকে বোগলাউড়ি ঘাট থেকে ৩০/৩২ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় নৌকাটি দশরশিয়া এলাকায় পৌঁছালে বাতাসের কবলে নৌকাটি ডুবে যায়।  বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধারের অভিযানে নেমে নদী সাঁতরে লিলিমন ও সিয়ামের মরদেহ উদ্ধার করে। তারা সম্পর্কে নানী ও নাতি। পরে উদ্ধার করা হয় অপরজনের মরদেহ। এ সময় জীবিত উদ্ধার করা হয় ৮ জনকে। নিখোঁজ রয়েছেন নৌকার আরও ২০ জন যাত্রী। 

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, নৌকা ডুবিতে ঘটনাস্থলে তিনজন মৃত্যুবরণ করে। নিখোঁজ রয়েছে অনেকে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।  
কেআই//