ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
নওগাঁর আত্রাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুপালী বেগম(৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার বেলা ১১টার দিকে আত্রাই রেল স্টেশনে নিকটে বিহারিপুর গ্রামের সামনে লোহার ব্রীজের নিকট এই ঘটনা ঘটে। নিহত রুপালী বেগম আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধূলাউড়ী গ্ৰামের সৌদি প্রবাসী খাইরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, ওইদিন চিলাহাটি হতে ছেড়ে আসা রাজশাহীগামী অভিমুখে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থল ক্রসিং করার সময় রুপালী বেগম ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্তাথলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে তার মৃত্যু হয়।
আহসানগঞ্জ রেলস্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, ১১ টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী অভিমুখে যাওয়া বরেন্দ্র ট্রেনের নিচে পড়ে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ শাকিউল আজম জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কেআই//