মর্যাদা হারালেও প্রেমিককেই বিয়ে করছেন জাপানের রাজকুমারী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
বেশ কয়েক বছর নানা বিতর্কের পর, শেষ পর্যন্ত নিজের প্রাক্তন সহপাঠী সাধারণ নাগরিক কেই কমুরুকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকুমারী ম্যাকো। ২৬ অক্টোবর তাদের বিয়ের অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইম্পেরিয়াল হাউজ হোল্ড এজেন্সি জানিয়েছে, ২০১৭ সালে তাদের বাগদান হয়, এর এক বছর পর ২০১৮ বিয়ের কথা ছিল। কিন্তু কেই কমুরুর পরিবার বিয়ের জন্য আর্থিকভাবে প্রস্তুত ছিল না। যে কারণে বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে দেয়া হয়।
বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। সেখানেই আইনজীবী হিসাবে কর্মরত আছেন কেই কমুরু।
জাপানি আইন অনুযায়ী, রাজ পরিবারের পুরুষ সদস্যরা সাধারণ পরিবারে বিয়ে করলে তাদের মর্যাদা হারায় না। তবে একই কাজ নারী সদস্যরা করলে তারা মর্যাদা হারায়।
তাই সাধারণ পরিবারে বিয়ে করায়, রাজকুমারী ম্যাকো রাজপরিবারের রীতি-নীতি এড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিয়ের সময় রাজ পরিবারের নারীরা যে অর্থ পায় সেটিও সম্ভবত পাচ্ছেন না তিনি।
২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এই জুটির দেখা হয়েছিল।
সূত্র: বিবিসি
এসবি/