ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকের শীর্ষ দশে বাংলাদেশ

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ০১:১৭ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

বাড়ছে শিল্পোৎপাদন, কৃষিতেও সাফল্য অনেক। ধান, মাছ, আলু, আম উৎপাদনে বৈশ্বিক শীর্ষ দশে বাংলাদেশ। যদিও উৎপাদন খাতে দক্ষ জনবলের অভাব, উদ্ভাবন ও প্রযুক্তিগত দুর্বলতা এখনও বেশ প্রকট। এমন বাস্তবতায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। 

উৎপাদনশীলতা বাড়াতে সরকারের হাতে ১০ বছর মেয়াদী মহাপরিকল্পনা। বছরে গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদনশীলতা বাড়াতে চায় সরকার।  

অগ্রগতির চিত্রও আশাব্যঞ্জক। এই মুহূর্তে ১৫টি খাতে বাংলাদেশের অর্জন তাক লাগানো। গেল বছরই ৩ কোটি ৪৬ লাখ টন চাল উৎপাদনের মাধ্যমে ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে তৃতীয়স্থানে বাংলাদেশ। 

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। গেল অর্থবছরে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ১৫ শতাংশের বেশি। 

বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, ‘অদম্য, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের যে ডিমান্ড, সেটা হলো ইটস অব ডুইং বিজনেস। সেই জায়গায় আমাদেরকে যেন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়।’

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। আর উৎপাদন বৃদ্ধিতে দ্বিতীয়।

পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও রপ্তানিতে ধরে রেখেছে প্রথমস্থানে। আভাস মিলছে, সোনালী দিনে ফেরার।

অন্যদিকে, গবাদিপশু উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধির বৈশ্বিক সূচকে বাংলাদেশ শীর্ষ দশে। 

আর সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আর আলু উৎপাদনে ষষ্ঠ। 

অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে। কৃষি ও শিল্পে ঘটাতে হবে প্রযুক্তিগত উন্নয়ন।

অর্থনীতিবিদ ড. মনজুর হোসাইন বলেন, ‘উৎপাদনশীলতা বাড়ানোর জন্য মূলত ফার্মগুলোতে একসেস টু ফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাতে করে তারা বিনিয়োগ করতে পারে ইনোভেসন্সে, স্কিল ডেভেলপমেন্টে এবং মার্কেট একসেস যেগুলো দ্বারা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারে। সেই জায়গাগুলোতে সরকারের এবং বেসরকারি সেক্টরের আরও কাজ করার সুযোগ আছে।’

এদিকে, ইলিশ উৎপাদনে বিশ্বের বাংলাদেশ প্রথম, কাঁঠালে দ্বিতীয়, আম ও পেয়ারায় অষ্টম স্থানে। 

ভিডিও-

এএইচ/