ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

মহাত্মা গান্ধীর জন্মদিন ‘গান্ধী জয়ন্তি দিবস’ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, আজ শনিবার ভারতের মহাত্মা গান্ধীর জন্মদিন, তাদের গান্ধী জয়ন্তি দিবস। এ উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় আজ ভারত কোন পণ্য রফতানি ও আমদানি করবে না। এর ফলে সকাল থেকে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার বন্দর দিয়ে দুদেশের মধ্যে যথারীতি আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চালু হবে বলে জানান তিনি।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে পণ্য লোড, আনলোড, পণ্য ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম চালু রয়েছে। আমদানিকারকরা তাদের পূর্বের আমদানিকৃত পণ্য বন্দর থেকে যথারীতি খালাস নিচ্ছেন।

ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি সেকেন্দার আলী বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।

এএইচ/