ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

নানা বাড়িতে এসে পা‌নি‌তে ডু‌বে ভাইবোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ০৯:৪২ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে শেরপু‌রের মৃগী নদী‌তে ডু‌বে দুই ভাইবো‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (২ অক্টোবর) দুপু‌রে সদর উপ‌জেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় ওই ঘটনা ঘ‌টে।

নিহত মাহমুদুল হাসান সুয়াইম (১৫) শহ‌রের চকপাঠক এলাকার ছা‌নোয়ার হো‌সেনের ছে‌লে এবং রাউফুন (১০) ঢাকার দ‌ক্ষিণখানা এলাকার র‌ফিক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন শেরপু‌রে নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে আসে। দুপু‌রে দুই খা‌লা‌তো ভাইবো‌ন মৃগী নদী‌র তী‌রে গোসল কর‌তে যায়। এসময় নদীর স্রোতে ২ জন ডু‌বে যায়। প‌রে প‌রিবার ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা খোঁজার পর তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে।

নিহ‌ত শিশুদের নানা আমিনুল ইসলাম ক‌াডু ব‌লেন, দুপুর একটার পর স্থানীয় একজনসহ ওই দুই ভাইবো‌ন বা‌ড়ির পা‌শে মৃগী নদী‌তে গোসল কর‌তে যায়। পরে স্থানীয় শিশুটি ফিরে এলেও দুই ভাইবোন গোসল করতে থাকে। পরে সাঁতার না জনায় স্রোতের টানে তলিয়ে যায় তারা। ১১নং বলা‌য়েরচর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ইয়াকুব আলী ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই//