শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
আলো ছড়াচ্ছেন নেত্রকোনা সদর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। চোখের আলো না থাকলেও শিক্ষার আলো ছড়াচ্ছেন প্রতিবন্ধীদের মাঝে। অটিজম ও প্রতিবন্ধীদের কল্যাণে গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি এলাকাবাসির।
ইচ্ছা থাকলে উপায় হয়- কথাটি সত্য প্রমাণ করলেন নেত্রকোনা সদর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান। নিজের চোখের আলো না থাকলেও প্রতিবন্ধীদের মাঝে ছড়াচ্ছেন শিক্ষার আলো। এজন্য গড়ে তুলেছেন নিজ ইউনিয়ন মদনপুরের সাজিউড়া গ্রামে ‘অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়’।
ছোটবেলায় টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান হাবিবুর রহমান। তবে ছাড়েননি লেখাপড়া। ২০০১ সালে বিএসএস পাস করেন তিনি। প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছেন ছাত্রজীবন থেকেই।
শিক্ষক হাবিবুর রহমান বলেন, এখানে শিক্ষক ও কর্মচারী আছেন ১৪ জন। সবাই স্বেচ্ছাশ্রম ভিত্তিতে লেখাপড়া করাচ্ছেন। এ প্রতিষ্ঠানটির প্রতি জরুরি ভিত্তিতে যদি সরকার সুদৃষ্টি দিতেন তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম।
এদিকে, প্রতিবন্ধিদের জন্য গড়া বিদ্যালয়টি জাতীয়করণ ও নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা।
নেত্রকোনা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন বলেন, আশা করি যেসব সেবা পাওয়া দরকার তা প্রতিষ্ঠানটি আমাদের কাছ থেকে পাচ্ছে।
১৯৯৭ সালে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিয়ে পথচলা শুরু করেন হাবিবুর রহমান। বর্তমানে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ১২৪ জন।
ভিডিও-
এএইচ/