তেজপাতায় দূর হতে পারে অনেক ঔষধের প্রয়োজন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৫ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
রান্নার কাজ বাদেও তেজপাতার রয়েছে বহু ব্যবহার। কেননা, এই পাতায় রয়েছে অনেক গুণাবলী। অনেক সমস্যায় সমাধান হতে পারে তেজপাতা ব্যবহারে। আসুন, জেনে নেয়া যাক তেজপাতায় রয়েছে কোন কোন সমস্যার সমাধান!
কাশি, গলাব্যথা বা গলা ভেঙে গেলে পানিতে তেজপাতা দিয়ে ফুটিয়ে সেই পানি খেলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে।
ফোঁড়া সমস্যার সমাধান পেতে তেজপাতা বেটে তার উপর প্রলেপ দিলে কমতে পারে ব্যথা এবং তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে ফোঁড়া।
প্রসাবের রং হলুদ বা শরীর শুকিয়ে গেলে তেজপাতা গরম পানিতে ভিজিয়ে দুই ঘণ্টা রেখে পরে ছেঁকে নিয়ে খেলে দূর হতে পারে সমস্যা।
প্রচন্ড ঘামের সমস্যা হলে তেজপাতা বেটে সারা গায়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে গোসল করলে কমতে পারে ঘামের সমস্যা। তেজপাতা বাটা গায়ে লাগালে দূর হতে পারে গায়ের দুর্গন্ধ, সঙ্গে ত্বক শুষ্কতাও। সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএমএ/এনএস//