ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৪ ১৪৩১

ভূমিকম্পে ছড়িয়ে পড়েছে আগ্নেয়গিরির লাভা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির আরও দুটি মুখ খুলে গেছে। এতে আগ্নেয়গিরিটি আরও তীব্রভাবে লাভা উদগীরণ করছে। 

আগ্নেয়গিরির এই লাভাই ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে লা পালমা দ্বীপ এলাকায়। কারণ এরইমধ্যে সেখানে মোট আটটি ৩ দশমিক শূণ্য পাঁচ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছেন বিজ্ঞানীরা।  

আগ্নেয়গিরির নতুন দুটি মুখের অবস্থান সমুদ্র থেকে মাত্র ৫০ ফুট দূরে। যে কারণে সহজেই পাথর গলা জলন্ত লাল লাভা মিশে যাচ্ছে সমুদ্রে। 

কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দুটি মুখের বিস্ফোরণের কারণে ঘটনাস্থল থেকে প্রায় ৬ হাজার মিটার পর্যন্ত এলাকা গ্যাস এবং ছাইয়ে ঢেকে গেছে। 

গেল ১৯ সেপ্টেম্বরে অগ্নুৎপাতের পর এই দীপপুঞ্জ থেকে ছয় হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। 

ঘটনাস্থলের সমূদ্র উপকূলের বাতাস পর্যবেক্ষণ করে কর্মকর্তারা জানিয়েছেন, বাতাসে সালফার ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেছে। তবে তা স্বাস্থ্যের জন্য খুব বেশি হুমকির নয়। 

তারপরেও স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। 

এই আগ্নেয়গিরিটি এখন পর্যন্ত ৮০ ঘনমিটার গলিত শিলা নির্গত করেছে, যা ১৯৭১ সালের বিস্ফোরণের চেয়ে দ্বিগুন বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।  

স্প্যানিশ দ্বীপপুঞ্জের প্রায় ৭০৯ হেক্টর এখন এই আগ্নেয়গিরির লাভায় ক্ষতিগ্রস্ত। 

সূত্র: গার্ডিয়ান
এসবি/