‘রফতানি ডকুমেন্ট সরাসরি বিদেশে পাঠানো যাবে’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার
দেশের বাইরে রফতানি ডকুমেন্ট সরাসরি পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রফতানিকারক নিজেই নিজস্ব ওয়েবসাইট কিংবা সুরক্ষিত চ্যানেল ব্যবহার করে রফতানি ডকুমেন্ট বিদেশে পাঠাতে পারবেন।
রোববার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি একটি সার্কুলার জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ম্যানেজার কাজী রফিকুল হাসান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রফতানিকারকরা সরাসরি রফতানি ডকুমেন্ট পাঠাতে পারবে। তবে কয়েকটি শর্ত মানতে হবে।
শর্তগুলোর মধ্যে মূল পরিবহণ দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রফতানি আয় দেশে আসার পর উক্ত মূল পরিবহণ দলিল এনডোর্স করা যাবে।
জানা গেছে, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী ১৪ দিনের মধ্যে রফতানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ ছিলো। এই সার্কুলারের মাধ্যমে তা উঠে যাচ্ছে।
আরকে//